নিজস্ব সংবাদদাতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি দেখতে এসে হলে যাওয়ার আগে জমাটি আড্ডায় মাতলেন মাধবী মুখোপাধ্যায়, অনামিকা সাহা, রঞ্জিত মল্লিক, শকুন্তলা বড়ুয়া, লাবণী সরকার, মিলি চক্রবর্তী, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী সহ একাধিক প্রবীণ তারকা। ঠিক যেন ফিরে যাওয়া বছর কুড়ি আগে। ২০২৪-এ তা সম্ভব করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। যে প্রবীণ অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের ছাড়া এই জুটি তৈরি হত না, তাঁদের জন্যই স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ ঋতুপর্ণা শিলাজিৎ অভিনীত টলিউডের সবচেয়ে যোগ্য জুটির নতুন ছবি 'অযোগ্য'।

এই প্রবীণ শিল্পীদের নিজেরা আমন্ত্রণ জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের কথায়, " এর আগে ৪৯ টি ছবি শুধুই আমাদের জন্য হিট হয়েছে তা তো কখনও নয়, প্রভাতদা (প্রভাত রায়) না থাকলে 'খেলাঘর' হত না আবার হরনাথদা (হরনাথ চক্রবর্তী) না থাকলে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' এর মত সুপারহিট ছবি দর্শক পেতেন না। এছাড়াও এখানে বেশিরভাগ মানুষকেই আমরা পর্দার মায়ের চরিত্রে পেয়েছি, তাই আজ টলিউডের গেট টুগেদার বলাই যায়। দর্শক এই ছবি দেখে তাঁদের মনের কথা বলেছেন, হাউসফুল হল সব উত্তর দিয়ে দিচ্ছে। আর সঙ্গে এই মানুষগুলো দেখে ভাল বলছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।"

এদিন প্রত্যেক প্রবীণ অভিনেতা অভিনেত্রীরা জানালেন, প্রসেনজিৎ ঋতুপর্ণার সেই আগের ম্যাজিক তাঁরা যেন দেখতে পেলেন পর্দায়। আবার কেউ কেউ নিজেদের ফেলে আসা সম্পর্কের কাছে বারবার যেন ফিরে যাচ্ছিলেন এই ছবি দেখে। আবার অনেকেই এই গেট টুগেদারে এতদিন বাদে সহকর্মীদের দেখতে পেয়ে দারুণ খুশি। এতদিন বাদে দেখা সাক্ষাৎ এবং গল্প আড্ডার মাঝে একটু মিষ্টিমুখ না হলে কি চলে?এদিন নিজে হাতে সকলের জন্য মিষ্টি নিয়ে এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে সকলেই আড্ডা খাওয়া দাওয়ার মাঝে মন দিয়ে দেখলেন 'অযোগ্য'। প্রত্যেকের কথায়, "নাম যাই হোক না কেন এই ছবি আসলে যোগ্য জুটির যোগ্য ছবি"।